ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৮:১৫:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিন্দুরে নারী ও শিশুসহ নিহত ২৬, দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ৭ মে ২০২৫ বুধবার

হামলায় মুরিদকে`র একটি ক্ষতিগ্রস্ত ভবনের ছবি 

হামলায় মুরিদকে`র একটি ক্ষতিগ্রস্ত ভবনের ছবি 

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ছয়টি স্থানে গতকাল রাত ও আজ ভোরের হামলায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, আহমেদপুর ইস্ট এলাকায় সুবহান আল্লাহ মসজিদে হামলায় ১৩ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে তিন বছরের দুইটি শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। ওখানে আহত হয়েছেন ৩৭ জন।

এছাড়া মুজাফফারবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন নিহত এবং দু'জন আহত হয়েছেন।

কোটলির আব্বাস মসজিদে ১৬ বছর বয়সী একজন কিশোরী ও ১৮ বছর বয়সী এক তরুণ নিহত, এবং দু্ইজন আহত হয়েছেন।

মুরিদকের উম আল-কুরা মসজিদে হামলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

শিয়ালকোট ও শাকারগড় এলাকায়ও হামলা করা হয়েছে, কিন্তু সেখানে কেউ হতাহত হননি।