যাত্রাবাড়ীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৮:১২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে আনিকা আক্তার নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। আজ রোববার সুতি খালপাড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
আনিকা সেন্ট্রাল উইমেনস কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
আনিকার খালাতো ভাই রুহুল আমিন জানান, ভোরে ওয়াশরুমে যায় আনিকা। অনেক সময় পেরিয়ে গেলেও বের না হওয়ায় পরে ওয়াশরুমের দরজা ভেঙে ঝরনার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে।
ফাঁস দেওয়ার কারণ জানাতে না পারলেও প্রেমঘটিত কোনো কারণে আনিকা আত্মহত্যা করেছে বলে ধারনা স্বজনদের।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
