ঢাকা, বুধবার ১৮, জুন ২০২৫ ২০:১১:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বলিউডে নাম লেখাচ্ছেন শচীনকন্যা!

স্পোর্টস ডেস্ক  

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ৯ মে ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকে ঘিরে নতুন গুঞ্জন। বলিউড পাড়ায় কান পাতলেই শোনা যায় রুপালি পর্দায় অভিষেক হচ্ছে সারার! এই গুঞ্জন আজকের নয়। এবার সিনেমাতে অভিনয় করবেন কিনা জানিয়েছেন সারা। 

সম্প্রতি ভারতীয় বিনোদনমূলক সংবাদমাধ্যম মুখোমুখি হয়েছিলেন শচীনকন্যা। উপস্থাপকের প্রশ্ন- বি টাউনে পদার্পণ নিয়ে কী ভাবছেন? সারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ছবিতে অভিনয় করবেন না। এ নিয়ে তার মনে কোনো দ্বিধাদ্বন্দ্বও নেয়। 

সারার ভাষ্য, ‘আমি অন্তর্মুখী। ক্যামেরা দেখলে ভয় পাই। যতবার ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে আমি সব খারিজ করে দেই। আমি বিশ্বাস করি, আমি অভিনয়ে ভালো করতে পারব না। অভিনয় আমাকে সন্তুষ্টির পরিবর্তে আরও হতাশা দেবে।’

বিভিন্ন ব্র্যান্ডের প্রচার ও ম্যাগাজিনের শুটে দিব্যি স্বচ্ছন্দে পোজ দেন লিটল মাস্টারের কন্যা। এ বিষয়ে বলতে গিয়ে সারা বলেন, ‘আমি ফ্যাশন, লাইফস্টাইলে কাজ করি ক্রিয়েটর হিসেবে। কিন্তু আমি সেই কাজ করি যেটা আমার কাছে ঠিকঠাক মনে হয়। সব অফারে আমি হ্যাঁ বলি না।’

সারার মূল আগ্রহ পড়াশোনা ও মানবসেবামূলক কাজ। তবে নেটিজেনদের মধ্য তাকে নিয়ে কৌতূহল তুঙ্গে। কয়েকদিন আগে শোনা গিয়েছিল ভারতীয় ক্রিকেটার শুভমান গিলকে মন দিয়েছেন শচীনকন্যা। 

এখন শোনা যাচ্ছে অন্য একজনের নাম। তিনি বলিপাড়ার সিদ্ধান্ত চতুর্বেদীর সথে সম্পর্কে আছেন। তবে প্রেমের বিষয় মুখে কুলুপ এটেছেন দুইজনেই।