ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২০:৫৪:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ১১ মে ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরের সব ধরনের কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

রোববার (১১ মে) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করছেন হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি জানান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ রোববার হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল ১২ মে সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আমরা সকল পাসপোর্ট যাত্রী পাসপোর্ট যাচাই পূর্বক দুইদেশের মধ্যে ভ্রমণের সহযোগিতা করছি।