ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২:৪১:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দক্ষিণাঞ্চলের তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১১ মে ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববারও এই তাপমাত্রা বিরাজ করবে বলে জানানো হয়েছে।

শনিবার (১০ মে) বিকেলে আবহাওয়া অফিসের উচ্চপর্যবেক্ষক মাজহারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি মাঝারি এবং ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা উঠলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। 

তিনি আরও বলেন, বৃহস্পতিবার বরিশালের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার কিছুটা বেড়ে দাঁড়ায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার সর্বশেষ বিকেল ৩টার তথ্য বলছে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

মাজহারুল ইসলাম বলেন, উড্ডয়মান বেলুন সেন্সরের পাঠানো সংকেত বিশ্লেষণে ধারণা করা হচ্ছে রোববারও এই তাপমাত্রা বিরাজ করবে। তারপরেরদিন থেকে দু-এক ডিগ্রি কমলেও উষ্ণতা প্রায় কাছাকাছি অনুভূত হবে।