ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৮:১১:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাবেক এমপি শামীমা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০০ এএম, ১২ মে ২০২৫ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুবদল নেতা শামীম হত্যা মামলায় সুনামগঞ্জের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানমকে (৪৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

রোববার (১১ মে) তাকে ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক ফেরদৌস আলম।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল শনিবার (১০ মে) রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে শামীমা আক্তার খানমকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ ঢাকায় পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা করা হয়।