ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ০:০৫:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শাহবাগে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের অবরোধ 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১৪ মে ২০২৫ বুধবার

শাহবাগে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের অবরোধ 

শাহবাগে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের অবরোধ 

এক দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির শিক্ষার্থীরা। বুধবার দুপুর ২ টার দিকে এ অবরোধ শুরু করেন তারা। ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের দাবিতে এই কর্মসূচি। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এ সময় শাহবাগ হয়ে রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

অবস্থান কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেয়া হচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান দিতে হবে। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।

শিক্ষার্থীরা বলছেন, এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেয়া হচ্ছেনা। পক্ষান্তরে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।

শিক্ষার্থীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। দাবি না মানায় বাধ্য হয়ে শাহবাগে অবস্থান নিয়েছি।

আন্দোলনকারীরা জানান, তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের সঙ্গে ছয় মাসের ইন্টার্নশিপ শেষে তাদের এইচএসসি সমমানের সনদ দেওয়া হয়, যা মেনে নেওয়া সম্ভব নয়। দ্রুত সময়ের মধ্যে সরকার দাবির বাস্তবায়ন না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।