কাল কারাগারেই বসতে পারে খালেদার বিচারের আদালত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:১৫ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
পুরোনো ছবি
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বাকি বিচার কাজের জন্য আগামীকাল বুধবার থেকে নাজিম উদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারের ভেতরে বসতে পারে আদালত। আজ মঙ্গলবার মামলার দুদকের প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল মুঠোফোনে এমনটাই জানিয়েছেন।
মোশাররফ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মামলার প্রধান অভিযুক্ত। তিনি ওই কারাগারেই আছেন। দীর্ঘদিন অসুস্থতার কথা বলে বকশিবাজারের আদালতে হাজির হচ্ছে না। কারা কর্তৃপক্ষ সেখানে তাকে আনতে পারছেন না। তাই নাজিম উদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারকেই ওই মামলার বিচারের আদালত ঘোষণার গেজেট আজ মঙ্গলবার হতে পারে। যদি হয় তবে আগামীকাল থেকে ওই মামলার বাকি বিচারকাজ সেখানেই হবে।
বকশিবাজারের অস্থায়ী আদালতে ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত করেন। একই দিন তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার ধার্য তারিখে বকশিবাজারের আদালতে হাজির হননি। মামলাটি বর্তমানে যুক্তিতর্ক শুনানির পর্যায়ে রয়েছে।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। এতে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
মামলায় বিএনপি নেতা সচিব হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ এর নৌ নিরাপত্তা এবং ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।
