খিলগাঁওয়ে নারীর গলিত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:১১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:৪৪ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
রাজধানীর খিলগাঁওয়ে একটি ম্যানহোলের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার খিলগাঁওয়ের নবীনবাগ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার এসআই সৈয়দ সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, খিলগাঁওয়ের নবীনবাগ এলাকার ৪০৯/৩ নম্বর বাসার পাশের ম্যানহোল থেকে অজ্ঞাত ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে অজ্ঞাত কেউ তাকে হত্যা করে মৃতদেহ গুম করার উদ্দেশ্যে ম্যানহোলের মধ্যে ফেলে রেখে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
