ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১২:২২:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২১ হাজার বাংলাদেশির শেনজেন ভিসা আবেদন প্রত্যাখ্যান

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৭ পিএম, ২১ মে ২০২৫ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শেনজেনভুক্ত দেশগুলোয় গেল বছর (২০২৪) বাংলাদেশিদের করা প্রায় ২১ হাজার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। যা সর্বোচ্চ ভিসা আবেদন রিজেক্ট হওয়া দেশগুলোর মধ্যে দ্বিতীয়। 

মঙ্গলবার (২০ মে) এ তথ্য জানিয়েছে শেনজেন নিউজ।

এতে বলা হয়েছে, সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ কমোরোসের নাগরিকদের। এরপর যথাক্রমে রয়েছে বাংলাদেশি ও পাকিস্তানিরা।

শেনজেন ভিসা ইনফোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কমোরোসের এক হাজার ৭৫৪ নাগরিকের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। এই দেশ থেকে ভিসার আবেদন করেছিলেন ২ হাজার ৮৫৩ জন। যা মোট আবেদনের ৬২ দশমিক ৮ শতাংশ।

গত বছর বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন করা হয়েছিল ৩৯ হাজার ৩৪৫টি। যার মধ্যে ২০ হাজার ৯৫৭টি আবেদন প্রত্যাখ্যান করা হয়, যা মোট আবেদনের ৫৪ দশমিক ৯০ শতাংশ। 

অপরদিকে পাকিস্তানিদের ৭৮ হাজার ৩৬২টি আবেদনের মধ্যে ৩৫ হাজার ১৩৯টি প্রত্যাখ্যান করা হয়েছিল। যা মোট আবেদনের ৪৭ দশমিক ৫ শতাংশ।

সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালে ৪১ হাজার ৩১৭ জন বাংলাদেশি ভিসার আবেদন করেছিলেন। যারমধ্যে ১৭ হাজার ১৫টি প্রত্যাখ্যান করা হয়। ওই বছর প্রত্যাখ্যানের হার ছিল ৪২ দশমিক ৮ শতাংশ। আবেদন প্রত্যাখ্যান করার বিষয়টি ২০২৩ সালের তুলনায় ইতিবাচক না হয়ে গত বছর আরও নেতিবাচক হয়েছে।

গত বছর সুইডেন বাংলাদেশিদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে সংস্থাটি। অপরদিকে পাকিস্তানিদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে অস্ট্রিয়া। আর কমোরোসের নাগরিকদের ভিসা সর্বোচ্চ প্রত্যাখ্যান করেছে ফ্রান্স।