আইপিএল: জমে উঠেছে প্লে-অফের লড়াই
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২৩ মে ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
আইপিএলের প্লে-অফের আগে রুদ্ধশ্বাস উত্তেজনা তৈরি হয়েছে। গতকাল গুজরাট টাইটান্সের হারে বেশ জমে উঠেছে লড়াই। লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গিয়ে শুভমান গিলদের দল প্রথম দুইয়ে শেষ করার পথে ধাক্কা খেলেও আশা পুরোপুরি শেষ হয়নি। তাদের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সও শীর্ষ দুইয়ে জায়গা করে নিতে পারে-তবে প্রত্যেকের সামনে রয়েছে ভিন্ন অঙ্কের সমীকরণ।
গুজরাট টাইটান্স (১৩ ম্যাচে ১৮ পয়েন্ট)
গুজরাটের আর মাত্র একটি ম্যাচ বাকি-চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলেও তাদের ভাগ্য নির্ভর করছে অন্য দলের ফলাফলের উপর। বেঙ্গালুরু বা পাঞ্জাবের অন্তত একটি ম্যাচে হার প্রয়োজন গুজরাটের শীর্ষ দুইয়ে পৌঁছাতে। আর যদি তারা শেষ ম্যাচ হারেও, তখনও প্রথম দুইয়ে থাকার সুযোগ রয়েছে-তবে সেক্ষেত্রে বেঙ্গালুরু এবং পাঞ্জাবকে তাদের বাকি দুটি ম্যাচই হারতে হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১২ ম্যাচে ১৭ পয়েন্ট)
বিরাট কোহলির দলের হাতে রয়েছে সব চেয়ে বড় সুযোগ। তাদের দুটি ম্যাচ বাকি-সানরাইজার্স হায়দারাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। দুটি ম্যাচেই জয় পেলে ২১ পয়েন্ট নিয়ে নিশ্চিন্তে শীর্ষ দুইয়ে শেষ করবে বেঙ্গালুরু। একটি ম্যাচ হারলে তাদের তাকিয়ে থাকতে হবে গুজরাট ও পাঞ্জাবের ফলাফলের দিকে।
পাঞ্জাব কিংস (১২ ম্যাচে ১৭ পয়েন্ট)
শ্রেয়াস আয়ারের দলের চিত্র অনেকটাই বেঙ্গালুরুর মতো। তাদের দুটি ম্যাচ দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। দুটি জয় পেলে তারাও পৌঁছে যাবে ২১ পয়েন্টে। তবে একটি ম্যাচ হারলে গুজরাট বা বেঙ্গালুরুর কমপক্ষে একটি হার জরুরি পাঞ্জাবের জন্য শীর্ষ দুই নিশ্চিত করতে।
মুম্বাই ইন্ডিয়ান্স (১৩ ম্যাচে ১৬ পয়েন্ট)
মুম্বাইয়ের সামনে পথ কিছুটা কঠিন। শেষ ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ১৮। তবে শীর্ষ দুইয়ে শেষ করতে হলে তাদের তাকিয়ে থাকতে হবে পাঞ্জাব ও বেঙ্গালুরুর হারের দিকে। এই দুই দলই যদি নিজেদের বাকি দুটি ম্যাচে হারে, তাহলেই কেবল মুম্বাই শীর্ষ দুইয়ে পৌঁছাতে পারবে।
লিগ পর্যায়ের শেষ দিকে এসে প্লে-অফে শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামছে চারটি দল। প্রতিটি ম্যাচ এখন হয়ে উঠেছে ‘ডু অর ডাই’।
