ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১২:০৯:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চারদিনের সফরে জাপান যাচ্ছেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৭ এএম, ২৬ মে ২০২৫ সোমবার

ড. মুহাম্মদ ইউনূস।  সংগৃহীত ছবি  

ড. মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি  

চারদিনের সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ মে ভোরে জাপান সফরে যাচ্ছেন। সেখানে তিনি টোকিওতে আয়োজিত ‘নিক্কিই ফোরাম’-এ অংশ নেবেন। এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাত সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে।

জাপানের রাজধানী টোকিওতে আগামী ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন, যেখানে অংশ নেবেন ড. ইউনূস। এ ছাড়া ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মাতারবাড়ী প্রকল্প, ইন্দো প্যাসিফিক সহায়তা ও বাণিজ্য-বিনিয়োগ, জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হতে পারে।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টার জাপান সফরকালে দেশটির সঙ্গে সাতটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে -বিজনেস টু বিজনেস (ব্যবসায় পর্যায়ে) দুটি, এনার্জি খাতে একটি, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড কর্তৃপক্ষ-বিডার সঙ্গে দুটি, বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে সহায়তা নিয়ে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে।

জানা গেছে, বাংলাদেশে আগামী ২ জুন ২৫-২৬ অর্থ বছরের জন্য জাতীয় বাজেট ঘোষণা হবে। আগামী বাজেটের জন্য জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চাওয়া হবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাপান সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, জাইকা ও জেট্রোর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।এ ছাড়া নিক্কেই সম্মেলনের ফাঁকে বিশ্বের অন্যান্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

চার দিনের জাপান সফর শেষে আগামী ৩১ মে ঢাকা ফিরবেন প্রধান উপদেষ্টা।