ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১২:৩২:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৭ মে ২০২৫ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সচিবালয়ে আজ মঙ্গলবার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে সভা-সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ করে জারি করা নির্দেশনা মেনে চলার আহ্বানও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল সোমবার গণমাধ্যমে জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব আবদুল্যাহ আল জাবেদের সই করা বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে আজ বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। 

নিষেধাজ্ঞার কারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে ঘোষিত আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গতকাল বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে কর্মসূচি পালন করে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে তারা আজ সকাল ১০টায় সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।

এদিকে, ১০ মে থেকে সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপির জারি করা নির্দেশনা মেনে চলতে আবারও আহ্বান জানানো হয়েছে।