ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে নারী শীর্ষবাছাই সাবালেঙ্কা
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১৪ পিএম, ২৭ মে ২০২৫ মঙ্গলবার
আরিয়ানা সাবালেঙ্কা।
আরিয়ানা সাবালেঙ্কা সহজ জয়ে ফ্রেঞ্চ ওপেন শুরু করলেন। প্রথম রাউন্ডের খেলায় কামিল্লা রাখিমোভার বিপক্ষে মাত্র এক গেম খুইয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলেন নারীদের শীর্ষবাছাই।
এক ঘণ্টার লড়াই তিনি জিতলেন স্ট্রেট সেটে (৬-১, ৬-০)। এছাড়া দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনাও।
গত ইউএস ওপেন জেতা সাবালেঙ্কা চলতি বছর তিনটি ট্রফি ঘরে তুলেছেন। যার শেষটা এসেছে গত মাসে মাদ্রিদে। তাই তিনি যে শুরুতে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। যদিও ফ্রেঞ্চ ওপেন এক বারও জিততে পারেননি সাবালেঙ্কা। সেই লক্ষ্যে শুরুটা ভালো করলেন তিনি।
এদিকে সাবেক দুই নম্বর তারকা পেত্রা কিভিতোভা প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। সুইজাররল্যান্ডের ভিক্টোরিজা গোলুবিকের কাছে হেরেছেন চেক প্রজাতন্ত্রের কিভিতোভা (৬-৩, ০-৬, ৪-৬)। পুরো ম্যাচে ৪৫টা আনফোর্সড এরর করেছেন তিনি। তাতেই হারতে হয়েছে কিভিতোভাকে।
তবে সহজ জয় পেয়েছেন সোয়াইতোলিনা। জেইনেপ সোনমেজকে স্ট্রেট সেটে (৬-১, ৬-১) হারিয়েছেন তিনি। গোটা ম্যাচে মাত্র দুটো গেম খুইয়েছেন ইউক্রেনের তারকা। প্রতিপক্ষের ১৩টা সার্ভিস ভাঙার সুযোগ পেয়েছিলেন তিনি। ছয়টা ভাঙতে পেরেছেন সোয়াইতোলিনা। তারও একটা সার্ভিস ভেঙেছেন সোনমেজ়। তাতে অবশ্য ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি সোয়াইতোলিনার।
