যতদিন ইচ্ছে আমাকে সাজা দিয়ে দেন : খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:২৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৭:৩১ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বুধবার হাজির করা হয় পুরাতন কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে। হাজির হয়ে খালেদা জিয়া বলেছেন, আমার শারীরিক অবস্থা ভালো না। আমি আদালতে বারবার আসতে পারব না। আপনাদের যা মনে চায়, যতদিন ইচ্ছে আমাকে সাজা দিয়ে দেন।
দীর্ঘ সাত মাস পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়।
জিয়া বলেন, আমার পা ফুলে গেছে। চিকিৎসকরা বলেছে, পা ঝুলিয়ে রাখা যাবে না। আর এভাবে বসে থাকলে আমার পা ফুলে যাবে।
তিনি বলেন, আমার সিনিয়র কোনো আইনজীবী আসেনি। এটা জানলে আমি আসতাম না। ন্যায়বিচার বলে কিছু নাই। অবিচার হচ্ছে। কথা বলা যায় না। ইচ্ছামতো আপনারা যা খুশি সাজা দিয়ে দেন।
ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর কার্যক্রম চলছে এই আদালতে। খালেদা জিয়া বলেন, এই মামলায় শুনানির জন্য আজকের দিন তো আগে থেকেই ঠিক করা ছিল। কিন্তু একদিন আগে তড়িঘড়ি করে আদালত স্থানান্তরের গেজেট করা হয়েছে।
আজ বেলা সোয়া ১২টার দিকে খালেদা জিয়াকে কারাগারে তার কক্ষ থেকে হুইল চেয়ারে করে আদালতের এজলাসে নিয়ে যাওয়া হয়। এ সময় তার পরনে ছিল বেগুনি রঙের শাড়ি। চেয়ারে বসা অবস্থায় তার পায়ের ওপরের অংশ থেকে নিচ পর্যন্ত সাদা চাদর দিয়ে ঢাকা ছিল।
পরে আদালতের কার্যক্রম শুরু হয়। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে পুরাতন কেন্দ্রীয় কারাগারের একটি ভবনে আটক আছেন।
