ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ৮:৪২:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইসিকে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৭:২৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেমবোসা) নবম সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শিরিন শারমিন বলেন, নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে। অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। নির্বাচনে স্বচ্ছতা নিঃসন্দেহে কঠিন। নির্বাচনে অংশীজনদের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে জনগণের প্রতিনিধি বেছে নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।


তিনি আরও বলেন, রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, গণমাধ্যম, সরকারি প্রতিষ্ঠান ও জনগণ কমিশনের গুরুত্বপূর্ণ অংশীজন। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে অংশীজনদের যুক্ত করতে হবে। 
এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।

দুই দিনব্যাপী এ সম্মেলনে ভারত, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল ও ভুটানের নির্বাচন কমিশন প্রতিনিধিরা অংশ নেন। তবে নিজ দেশে নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় পাকিস্তান ও মালদ্বীপের নির্বাচন কমিশনের প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেননি। তবে দেশ দুটির বাংলাদেশ কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা এতে অংশ নেন।