দীর্ঘ ৯ বছর পর আইপিএলের ফাইনালে আরসিবি
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০৫ পিএম, ৩০ মে ২০২৫ শুক্রবার
দীর্ঘ ৯ বছর পর আইপিএলের ফাইনালে আরসিবি
দীর্ঘ ৯ বছর পর ও চতুর্থবারের মতো আইপিএলের ফাইনালে উঠলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ২০১৬ সালের পর এবছর দলটি ফাইনাল খেলবে।
বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করল বিরাট কোহলির দল।
প্রথমে ব্যাট করতে নেমে জশ হ্যাজলউড-সুয়ুশ শর্মাদের তোপে পড়ে ১৪ ওভার ১ বলেই ১০১ রানে গুটিয়ে যায় পাঞ্জাব। জবাব দিতে নেমে মাত্র ১০ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু। আইপিএলের প্লে-অফ বা নকআউটে রান তাড়ায় সবচেয়ে বেশি বল (৬০) হাতে রেখে জয় এটি।
বেঙ্গালুরুর জয়ের নায়ক বোলাররাই। মূল নায়ক সুয়ুশ ৩ ওভারে ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরার পুরস্কার জেতেন। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরে চমৎকার বোলিংয়ে ২১ রানে ৩ উইকেট নেন জশ হ্যাজলউড। পাঞ্জাবের হয়ে ২৬ রান করেন মার্কাস স্টোয়নিস। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন প্রাভসিমরান সিং ও আজমাতুল্লাহ ওমারজাই।
লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বলে ১২ রান করে আউট হলেও আরেক ওপেনার ফিল সল্ট অপরাজিত ৫৬ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। তিন নম্বরে নামা মায়াঙ্ক আগারওয়াল ১৯ রান করে আউট হলেও আরেক পাশে অধিনায়ক রজত পতিদার ১৫ রানে অপরাজিত থাকেন।
