এখনও তলিয়ে আছে রাজধানীর কিছু এলাকা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:২৮ পিএম, ৩০ মে ২০২৫ শুক্রবার
এখনও তলিয়ে আছে রাজধানীর কিছু এলাকা
গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই ভারী বৃষ্টি ঝরেছে রাজধানী ঢাকায়। বৃষ্টির পানিতে আজ শুক্রবারও তলিয়ে আছে ঢাকার বেশ কিছু এলাকা।
রাজধানীর বাসাবো, নিউমার্কেট, পল্লবী ও ভাষানটেকে এখনও জলাবদ্ধতা রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় (সকাল ৬টা পর্যন্ত) ঢাকায় বৃষ্টি হয়েছে ১৯৬ মিলিমিটার। আর দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীতে, ২৮৫ মিলিমিটার।
অধিদপ্তর বলছে, শনিবার পর্যন্ত সারা দেশে এই বৃষ্টিপাত একই রকম থাকতে পারে। এরপর ধীরে ধীরে পরিমাণ কমে আসবে। তবে পুরোপুরি থেমে যাবে না।
এদিকে, জলাবদ্ধতা নিরসনে কন্ট্রোল রুম খুলেছে দুই সিটি করপোরেশন। কোথাও জলাবদ্ধতা থাকলে হটলাইন নম্বরে ফোন করে জানানোর অনুরোধ জানিয়েছে দুই সিটি করপোরেশন।
