ফ্রেঞ্চ ওপেন: চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা-শিয়াওতেক
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৫ পিএম, ৩১ মে ২০২৫ শনিবার
এরিনা সাবালেঙ্কা। ছবি: সংগৃহীত
ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন শীর্ষ বাছাই এরিনা সাবালেঙ্কা ও সাবেক এক নম্বর ইগা শিয়াওতেক। আর পুরুষদের সিঙ্গলসে পাঁচ সেট লড়াই করে জিততে হল দুই বাছাই খেলোয়াড় হোলগার রুন এবং টমি পলকে।
সাবালেঙ্কার তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষ ছিলেন সার্বিয়ার অবাছাই খেলোয়াড় ওলগা ডানিলভিচ। তিনি কোনও সমস্যাতেই ফেলতে পারেননি তিন বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নকে। শীর্ষ বাছাই সাবালেঙ্কা জিতলেন ৬-২, ৬-৩ গেমে।
তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে জয় পেলেন গত তিন বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন শিয়াওতেকও। তবে তাকে কিছুটা হলেও লড়াই করতে হল। রোমানিয়ার অবাছাই খেলোয়াড় জ্যাকলিন ক্রিস্টিয়ানকে শিয়নটেক হারালেন ৬-২, ৭-৫ গেমে।
