ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১:২৩:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিলেটে টিলাধসে দুই শিশুসহ বাবা-মা নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ১ জুন ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত  

ছবি: সংগৃহীত  

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় টিলা ধসে শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার ভোর সাড়ে ৫টায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ।

নিহত চারজন হলেন- গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), সামিয়া খাতুন (১৫), আব্বাস উদ্দিন(১৩), রহিমা বেগম।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।

এ ঘটনায় গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের টিম, সেনাবাহিনী, পুলিশসহ ও স্থানীয় মানুষের সহযোগিতায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে গোলাপগঞ্জের বখতিয়ারঘাট এলাকায় ভারী বৃষ্টির কারণে হঠাৎ একটি পুরনো টিলা ধসে পড়ে। টিলার পাদদেশে অবস্থিত রিয়াজ উদ্দিনের ঘরের ওপর মাটি ধসে পড়লে ঘরের ভেতরে থাকা রিয়াজ উদ্দিনসহ চারজন মাটিচাপা পড়েন।

চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সেখানে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে।