ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৩:২৮:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৬ এএম, ৩ জুন ২০২৫ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতের কাজের জন্য আজ মঙ্গলবার সারাদিন ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না।

গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতের কাজের জন্য মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা টঙ্গী বিসিক, পাগাড়, মরকুন, শিলমুন, মাজুখান বাজার, আরিচপুর, গোপালপুর ও তালটিয়া বাজার এলাকায় বিদ্যমান সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।