কোহলি না শ্রেয়াস, আজ কার হাতে উঠছে ট্রফি
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৭ পিএম, ৩ জুন ২০২৫ মঙ্গলবার
কোহলি না শ্রেয়াস, আজ কার হাতে উঠছে ট্রফি
কোহলি না শ্রেয়াস, আজ কার হাতে উঠছে আইপিএল ট্রফি! ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবারের আসরে নতুন চ্যাম্পিয়নের মুখ দেখতে যাচ্ছে। ফাইনালে উঠেছে যে দুই দল পাঞ্জাব কিংস ও রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলই আগে একবার করে ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি। এবার এ দুই দলের মধ্যকার ফাইনালে যে জিতবে, তারা হবে নতুন চ্যাম্পিয়ন দল।
প্রথম সেমিফাইনালে বেঙ্গালুরুর কাছে হেরে প্লে-অফের ম্যাচের জন্য অপেক্ষা করতে হয়েছিল পাঞ্জাবকে। প্লে-অফে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শ্রেয়াস আইয়ারের দল।
ফাইনালে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কিংস পাঞ্জাবকে। তবে পাঞ্জাব যে রয়্যাল চ্যালেঞ্জার্সকে সহজে ছেড়ে দেবে না তা অনুমেয়। প্লে-অফে মুম্বাইয়ের বিপক্ষে ব্যাট হাতে সামনে থেকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন দলটির অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ৪১ বলে খেলেছেন ৮৭ রানের এক বিধ্বংসী ইনিংস। যার মধ্যে ছিল ৮টি বিশাল ছয়ের মার।
আজও প্রীতি জিনতার দল চেয়ে থাকবে তার ব্যাটিংয়ের দিকে। অন্যদিকে বেঙ্গালুরু বলতেই বিরাট কোহলি শো। তা হলে বলতে গেলে বলা যায় ফাইনালটা মূলত হবে কোহলি আর শ্রেয়াসের মধ্যকার লড়াই।
