ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ৮:৪২:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী নির্যাতনরোধে মানসিক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : চুমকি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী নির্যাতনরোধে মানসিক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।  এ  মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য পরিবার থেকেই কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ প্রণয়ন বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।


চুমকি বলেন, আমরা যদি এ ধরনের নির্যাতনরোধে পরিবার ও সমাজের মানসিক দৃষ্টিভঙ্গি বদলাতে পারি তবেই সমাজ থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব হবে। এজন্য প্রয়োজন পরিবারের ছেলে সন্তান ও শিশুদের নারীর প্রতি সম্মান দেখাতে শেখানো।
 
তিনি বলেন, এজন্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানসিকতার পরিবর্তনের জন্য পরিবার থেকেই কাজ করতে হবে। শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে মানুষের দৃষ্টিভঙ্গি ও চিন্তা ভাবনার পরিবর্তনের জন্য ব্যাপক জনসচেতনতামূলক প্রচার ও প্রসার ঘটাতে হবে। যাতে করে একটি শিশু ও নারী আর কোনো সহিংসতা কিংবা নির্যাতনের শিকার না হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মাহমুদা শারমিন বেনুর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আরা । নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার খসড়া পাঠ করেন প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন।