ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২৩:৪৫:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বেড়েছে মাছের দাম, ইলিশ স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:১৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০২:৫৮ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

শুক্রবার ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ইলিশ মাছের দাম কিছুটা কম হলেও সব ধরনের মাছের দাম চড়া। দুয়েকটি ছাড়া বেশির ভাগ সবজির দাম কমেছে।


কোরবানির ঈদের পর মাংসের চাহিদা কম থাকায় গরু এবং খাশির দাম কিছুটা কম হলেও অনেকটাই ক্রেতা শূন্য। আর চালসহ সব ধরনের মুদিপণ্য স্থিতিশীল রয়েছে।

আজ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সবজির আমদানি অনেকটাই বেড়েছে, বিশেষ করে বাজারে ফুলকপি, ছিম, মুলাসহ বেশ কিছু শীতের সবজি এসেছে। নতুন সবজির দাম কিছুটা বাড়তি হলেও অন্যান্য সবজির দাম আগের চেয়ে কিছুটা কমেছে। বেগুন পটল, চিচিংগা, পেপেসহ বেশির ভাগ সবজির দামই রয়েছে ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে।

কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বিক্রেতারা বলছেন, ঈদের ছুটির আমেজ এখন পুরোপুরি কাটেনি বলেই ক্রেতা সমাগম কিছুটা কম ফলে দামও কম।

তবে সবজির বাজারে স্বস্তি থাকলেও মাছের বাজার বরাবরের মতো চড়া। যদিও ইলিশ মাছের দাম কিছুটা কমেছে। কিন্তুু অন্য সব মাছের দাম বাড়তি থাকায় হতাশ ক্রেতারা।

এদিকে এ সপ্তাহে গরু এবং খাশির মাংসের চাহিদা কম থাকায় দু’টোরই দাম কমেছে, ৭৫০ টাকা কেজি দরের খাশির মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়, গরুর মাংস কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৮০ টাকায়। তবে দাম কম হলেও দোকানগুলোতে খুব বেশী ক্রেতা লক্ষ্যে করা যায়নি।

এছাড়া তেল, লবন ডালসহ সব ধরনের মুদিপণ্যর পাশাপাশি স্থিতিশীল রয়েছে চালের বাজার।