সাবালেঙ্কাকে হারিয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন গফ
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩০ পিএম, ৯ জুন ২০২৫ সোমবার

কোনো গফ। ছবি: সংগৃহীত
প্রথম সেটেই ‘পাওয়ার টেনিস’ খেলে এগিয়ে গিয়েছিলেন আরিনা সাবালেঙ্কা। তবে একবার ব্যর্থতা শুরু হওয়ার পর আর ম্যাচে ফিরতে পারলেন না তিনি। মার্কিন তারকা কোনো গফ সাবালেঙ্কার ভুলের সুযোগ নিয়ে জিতলেন পরের দুই সেটই। তাতে হয়ে গেলেন ফরাসি ওপেন চ্যাম্পিয়নও।
সাবালেঙ্কার বিরুদ্ধে আড়াই ঘণ্টায় তিন সেটের লড়াই ৬-৭, ৬-২, ৬-৪ গেমে জিতলেন গফ। ১০ বছর পর ফরাসি ওপেনের চ্যাম্পিয়ন হলো কোনো মার্কিনি খেলোয়াড়। ২০১৫ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন সেরেনা উইলিয়ামস।
ফরাসি ওপেনে এবারই প্রথম শিরোপা জিতলেন গফ। ২০২২ সালের ফাইনালে ইগা শিয়নটেকের কাছে হারতে হয়েছিল তাকে। তবে এ বার আর সুযোগ নষ্ট করলেন না গফ। অবশ্য মোট গ্র্যান্ড স্লামই তিনি জিতেছেন ২টি।
ফাইনাল ম্যাচে যোগ্য হিসেবেই লড়েছেন এক নম্বর বাছাই সাবালেঙ্কা ও দুই নম্বর বাছাই গফ। সাবালেঙ্কাকে হারিয়ে একটি ডাবলও পূরণ করলেন গফ। তিনি প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০২৩ সালে ইউএস ওপেনে। সেই ফাইনালেও গফের প্রতিপক্ষ ছিলেন বেলারুশ তারকা সাবালেঙ্কা। সেই ম্যাচটাও প্রথম সেট হারের পর ঘুরে দাঁড়িয়ে জিতেছিলেন গফ।