ঢাকা, বুধবার ১৬, জুলাই ২০২৫ ১৭:৪৬:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চক্ষু বিজ্ঞান হাসপাতাল সীমিত আকারে চালু 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৯ জুন ২০২৫ সোমবার

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল

রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগের পর আজ সোমবার থেকে সীমিত আকারে চালু হলো হাসপাতালের কার্যক্রম। আগামী শনিবার থেকে হাসপাতালটির সকল বিভাগের কার্যক্রম পুরোপুরি চালু হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ থেকে সীমিত আকারে বহির্বিভাগের সেবা চালু হয়েছে, আর আগামী শনিবার থেকে সব ধরনের সেবা চালু হবে।

গত ২৮ মে জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন রোগীদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যায় হাসপাতালের সব ধরনের সেবা। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনীর সদস্য। কবে হাসপাতালের সেবা চালু হবে এ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা।

এরপর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ জুলাই আন্দোলনে আহতদের সাথে স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দফায় দফায় মিটিংয়ের পরও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল না। এক পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফরসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও হাসপাতালের কয়েকজন কর্মকর্তা আহত ব্যক্তিদের সঙ্গে সভা করেন। পরে সেবা চালু নিয়ে সিদ্ধান্ত হয়। বন্ধ হওয়ার সাত দিন পর জরুরি বিভাগের সেবা চালু হলেও অন্যান্য সেবা বন্ধ ছিল।