সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৭ পিএম, ১০ জুন ২০২৫ মঙ্গলবার

ছবি: সংগৃহীত
মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় মেয়েকে সাঁতার শেখাতে গেয়ে নিজের পুকুরে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতরা হলেন, জুড়ি উপজেলার বাব ব্রীকসের সত্বাধিকারী ও জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবুল আহমেদ বাবু (৬০) ও তাঁর মেয়ে হালিমা মোহাম্মদ (১৮)। এবছর ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল হালিমার।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, জুড়ি উপজেলার বাব ব্রীকসের সত্বাধিকারী বাবুল আহমেদের মেয়ে ঈদ উপলেক্ষে তার গ্রামের বাড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে বেড়াতে আসেন। সোমবার বিকাল ৪টার দিকে নিজ বাড়ির পুকুরে মেয়েকে নিয়ে সাঁতার শেখাতে নামেন বাব। সাঁতার শেখানোর একপর্যায়ে টিউব থেকে হাত ফঁসকে মেয়ে পুকুরের পানিতে ডুবে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও পানিতে ঝাঁপ দেন।
অনেকক্ষণ ধরে তিনি উঠে না আসলে তার স্ত্রীর চিৎকারে আত্মীয় স্বজনরা বাবা ও মেয়েকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত বাবুল আহমদ বাবুলের তিন মেয়ে এক ছেলের মধ্যে হালিমা দ্বিতীয়। একসাথে বাবা ও মেয়ের মৃত্যুর খবরে পুরো পরিবার জুড়ে চলছে শোকের আহাজারি।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো: আজাদ মিয়া জানান, বাবুল আহমদের স্ত্রী তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে দীর্ঘ দিন ধরে ঢাকায় বাসা ভাড়া করে থাকেন। চার সন্তান সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেন। বাড়ির কাছে মানিকসিংহ এলাকায় 'বাবু ব্রিকস' নামের বাবুলের একটি ইটভাটা রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় চার-পাঁচ দিন আগে তাঁর স্ত্রী-সন্তানেরা বাড়িতে বেড়াতে আসেন।