ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৬৯
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০০ পিএম, ১৪ জুন ২০২৫ শনিবার
ফাইল ছবি।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে একজনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৯ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে গত একদিনে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি রোগী (১০১ জন) ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ২৮ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৬ জন ও ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু (১৪ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশালে ৭ জন ছাড়াও চট্টগ্রামে ৩ জন, খুলনায় ২ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
