ফের বেড়েছে স্বর্ণের দাম, নতুন দাম আজ থেকে কার্যকর
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৫ জুন ২০২৫ রবিবার
ফাইল ছবি।
স্বর্ণপ্রেমীদের জন্য আবারও এসেছে দুঃসংবাদ—দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এ নিয়ে মাত্র একমাসে তিন বার বাড়লো দাম। ১৪ জুন ২০২৫, গতকাল শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ২,১৮২ টাকা বাড়িয়ে ১,৭৪,৫২৮ টাকায় নির্ধারণ করা হয়েছে। নতুন দাম কার্যকর হবে আজ রবিবার থেকে।
গত এক মাসেই তিনবার দাম বাড়ানোর নজির রয়েছে। সর্বশেষ ৬ জুন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১,৭২,৩৩৬ টাকা। তার থেকে ২,১৮২ টাকা বেড়ে এখন এটি দাঁড়িয়েছে ১,৭৪,৫২৮ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের দাম বেড়ে ১,৬৬,৫৯৭ টাকা, ১৮ ক্যারেটের দাম বেড়ে ১,৪২,৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে ১,১৮,১৬৮ টাকায় পৌঁছেছে।
এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দামে ঊর্ধ্বগতি। আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম বেড়েছে, যা দেশের বাজারে সরাসরি প্রভাব ফেলছে।
স্বর্ণ ও রুপার বর্তমান বাজারদর:
নতুন দামের তালিকা অনুযায়ী, ভরি প্রতি স্বর্ণের মূল্য:
২২ ক্যারেট: ১,৭৪,৫২৮ টাকা
২১ ক্যারেট: ১,৬৬,৫৯৭ টাকা
১৮ ক্যারেট: ১,৪২,৮০২ টাকা
সনাতন পদ্ধতি: ১,১৮,১৬৮ টাকা
অপরদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে:
২২ ক্যারেট রুপা: ২,৮১১ টাকা
২১ ক্যারেট রুপা: ২,৬৮৩ টাকা
১৮ ক্যারেট রুপা: ২,২৯৮ টাকা
সনাতন পদ্ধতির রুপা: ১,৭২৬ টাকা
