ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২১:৪০:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাঙ্গামাটিতে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২১ জুন ২০২৫ শনিবার

রাঙ্গামাটিতে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্ত রোগী।

রাঙ্গামাটিতে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্ত রোগী।

সারা দেশে বাড়ছে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগীর সংখ্যা। আর পার্বত্য জেলা রাঙ্গামাটিতে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া। জেলার সীমান্তবর্তী পাঁচটি উপজেলায় এ বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ।

পাহাড়ে ম্যালেরিয়া নির্মূলে কার্যক্রমে ঘাটতি আছে বলে মনে করছে নাগরিক সমাজ। আর বিষয়টি নিয়ে শঙ্কিত না হবার পরামর্শ স্বাস্থ্য বিভাগের।  

সীমান্তবর্তী উপজেলা মধ্যে রাজস্থলী, বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও জুরাছড়িতে আক্রান্তর সংখ্যা বেশি। রোগীদের অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। কেউ বা চিকিৎসার জন্য এসেছেন রাঙ্গামাটি জেলারেল হাসপাতালে।
 
সিভিল সার্জন অফিসের তথ্য মতে, ২০২০ সালের আগে জুন থেকে অক্টোবর এ ৫ মাস ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যেতো। কিন্তু বর্তমানে সারা বছরই আক্রান্ত হচ্ছেন মানুষ। চলিত বছরে বাঘাইছড়ির সাজেক ও জুরাছড়ির দুর্গম দুমদুম্যা-মৈদং, আক্রান্ত রোগী বেশি পাওয়া যাচ্ছে।
 
কিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা জোনাকি চাকমা জানান, ৪/৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরে হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। রক্ত পরীক্ষা করা হলে ম্যালেরিয়া ধরা পড়েছে। এখন চিকিৎসা নিচ্ছেন।

চিক্কো চাকমা জানান, তার বাড়ি জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নের মৈদুংএ। ম্যালেরিয়া ধরা পড়ায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে এসেছেন। ৪ দিন চিকিৎসার পর এখন কিছুটা সুস্থ বোধ করছেন।
 
তিনি আরও জানান, তাদের এলাকায় অনেকেই জ্বরে ভুগছেন। প্রতি বছরই এমন হয়।
 
রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, শঙ্কিত হবার কোনো কারণ নেই। স্বাস্থ্য বিভাগ বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লরক্সেকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া জেলায় পর্যাপ্ত ওষুধ মজুত আছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কাজ করছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় এ বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত ৬৭৬ জন ম্যালেরিয়ার আক্রান্ত হয়েছেন।