হাজারীবাগের কারখানার আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২২ জুন ২০২৫ রবিবার
হাজারীবাগের কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি টিনশেড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাত ১টা ৩৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে চার ঘন্টার চেষ্টায় ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ রাত ১টা ৩৮ মিনিটে হাজারীবাগের ট্যানারি গলি, ১৩৫/৬ নম্বরে অবস্থিত কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
