ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ৮:৪২:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারীরা এখন নিজেরাই অর্থ আয় করে সাবলম্বী : মেনন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:১৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ১০:৩৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, নারীরা এখন নিজেরাই অর্থ আয় করে সাবলম্বী হয়ে সংসার চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়ছে। এজন্যই আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে, আমাদের মা-বোনদের শুধু ভোট দিলেই হবে না, ভোট চাইতেও হবে।


রাশেদ খান মেনন আজ শনিবার বিকেলে রাজধানীর মতিঝিলে থানা আওয়ামী লীগের উদ্যোগে ৮নং ওয়ার্ডস্থ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।


দেশের প্রশাসন, শিক্ষা,স্বাস্থ্য, খেলাধুলা, রাজনীতিসহ সকল ক্ষেত্রেই শেখ হাসিনার সরকার নারীদের সত্যিকার অর্থেই ক্ষমতায়িত করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের নারীরা এখন শিক্ষাক্ষেত্রে ছেলেদের চাইতেও ভাল করছে। চাকরি করে বাবা মায়ের সংসার চালাচ্ছে, খেলাধুলায় চ্যম্পিয়ন হচ্ছে, দেশকে গৌরবান্বিত করছে। জেলায় জেলায় মেয়েরা এখন ডিসি-এসপি হচ্ছে।’


মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বসিরুল হক খান বাবুলের সভাপতিত্বে এ সভায় ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. সুলতান মিয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনা সুলতানা, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর মিনু রহমান প্রমুখ বক্তৃতা করেন।