ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১:১৬:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা সিদ্দিকা আটক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ এএম, ২৪ জুন ২০২৫ মঙ্গলবার

স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা  সিদ্দিকা আটক

স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা সিদ্দিকা আটক

বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সহসম্পাদিক আয়েশা সিদ্দিকা ময়নাকে (৪০) আটক করা হয়েছে।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানীর আদাবর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

মোহাম্মদপু জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নিজ বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলাবিষয়ক সহ-সম্পাদিকা আয়েশা সিদ্দিকা ময়নাকে আটক করা হয়েছে।

আয়েশা সিদ্দিকা ময়না আদাবর এলাকার বীর মুক্তিযোদ্ধা চাঁনমিয়ার মেয়ে। তার স্বামীর নাম মাহমুদুল হাসান সাইদ। 

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিষয়ে যাচাই-বাছাই চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেহেদী হাসান।