রাজধানীতে বাড়ির ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার
প্রতীকী ছবি।
রাজধানীর ডেমরা থানা এলাকায় ৬ তালা ভবনের ছাদ থেকে পড়ে এক স্কুল ছাত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। গতকাল দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে ৬ তলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় কাজল খাতুন (১৫)।
ডেমরা থানাধীন কেনাপাড়া আনোয়ার হোসেন বাসার ভাড়াটিয়া মান্নান হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী কাজল খাতুন।
স্বজনেরা দেখতে পেয়ে রাত ১টার সময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১টা ৩০ মিনিটে জরুরি বিভাগের ৪ নং ওযার্ডের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ময়নাতদন্তের জন্য মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
