ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১২:০০:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুদ্ধবিরতির পর আমিরাতে ফ্লাইট চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৬ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি উন্নতি ঘটতে শুরু করায় আমিরাত প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মধ্যপ্রাচ্যের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের কোন ফ্লাইট স্থগিত করা হয়েছে কি না তা জানতে বিমানের আবুধাবি ও আল আইনের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাৎ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আবুধাবি এয়ারপোর্ট অপারেশন কন্ট্রোল সেন্টারের নির্দেশনা মতে ইউএইর আকাশসীমা ০১-০০ UTC সময় হতে বিমান টেইক অফ, ল্যান্ডিং ও ফ্লাইংয়ের জন্য উম্মুক্ত রয়েছে। তাই আবুধাবি, দুবাই, শারজাহ, দোহার ফ্লাইট অপারেশন এখন স্বাভাবিক রয়েছে। তিনি আশা করছেন যে বিমানের ইউএইর ফ্লাইটগুলো শিডিউল অনুযায়ী চলবে।

এদিকে দুবাই বিমানবন্দর নিশ্চিত করেছে যে, সাময়িক স্থগিতাদেশের পর পূর্ণ ক্ষমতায় তারা ফ্লাইট অপারেশন পুনরায় চালু হয়েছে।

কর্তৃপক্ষ আরও বলেছে, সমস্ত যাত্রী এবং বিমান কর্মীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে কিছু ফ্লাইট বিলম্ব বা বাতিল হতে পারে বলে দুবাই বিমানবন্দর একটি সোশ্যাল মিডিয়া বিবৃতিতে জানিয়েছে।

দুবাই বিমানবন্দর জানিয়েছে, তারা পূর্ব নির্ধারিত সময়সূচী অনুসারে ফ্লাইট পরিচালনা নিশ্চিত করার জন্য বিমান সংস্থাগুলির সাথে কাজ করছে। পাশাপাশি ভ্রমণকারীদের তাদের ফ্লাইটের বিমান সংস্থাগুলির সাথে যোগাযোগ করে সর্বশেষ আপডেট পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও ইতিপূর্বে পরিস্থিতির অবনতিতে ইউএই ইরানি কর্তৃপক্ষের সহায়তায় ইরান থেকে তাদের নাগরিকদের সরিয়ে এনেছিল।

বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা জানান, দুবাই থেকে বিমানের সব ফ্লাইট পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী চলছে।