ঢাবিতে ‘আত্মহত্যা’র চেষ্টা বহিরাগত তরুণীর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১২ এএম, ২৭ জুন ২০২৫ শুক্রবার
ঢাবিতে ‘আত্মহত্যা’র চেষ্টা বহিরাগত তরুণীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বরে গাছের ডালে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’র চেষ্টা করেছেন বহিরাগত এক তরুণী।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে সেখানে গলায় ফাঁস দিতে যান। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, আমরা জানতে পারি মেয়েটি গলায় ফাঁস দিলে গেলে আশপাশের কয়েকজন দেখে ফেলেন। তারা তাকে সাথে সাথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি জানান, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী এখন হাসপাতালে সুস্থ আছেন। ভাইয়ের সঙ্গে উত্তরায় বসবাস করেন তিনি। তবে কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন তা এখনও জানা যায়নি।
