ট্রেনিং নিতে এসে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১৮ পিএম, ২৭ জুন ২০২৫ শুক্রবার
ফাইল ছবি।
রাজধানীর দক্ষিন খান থানাধীন ভাই ভাই মার্কেটস্থ নুরানী ট্রেনিং সেন্টারেশিক্ষকতার ট্রেনিং নিতে আসা মোসা. জান্নাত (২০) নামে এক নারীর ওই ভবনের পঞ্চম তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেন্টারের শিক্ষক।
গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণ খান থানাকে অবগত করা হয়েছে।’
নূরানী ট্রেনিং সেন্টারের শিক্ষক আদনান মাহমুদ জানান, আমাদের এখানে (আরবি) শিক্ষাকতা করার আগে নারী পুরুষদের আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়। জান্নাত সেই ট্রেনিং নেওয়ার জন্য গত ১৫ জুন এই আবাসিকে ভর্তি হয়েছিলেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে আমাদের পঞ্চম তলার ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। পরে তাকে আমরা উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতাল হয়ে রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে, কী কারণে, কেন, তিনি রাতের বেলা ছাদে গিয়েছিলেন, সে ব্যাপারে ওই শিক্ষক কিছুই জানতে পারেননি।
তিনি জানান, নারীদের নারী শিক্ষক দিয়ে ও পরুষদের পুরুষ শিক্ষক দ্বারা ট্রেনিং দেওয়া হতো। তাদের আলাদাভাবে রাখা হতো।
তিনি বলেন, বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত করছেন। আমরা খোঁজখবর নিচ্ছি। বিষয়টি তদন্তের পরে জানা যাবে বলেও জানিয়েছেন এই শিক্ষক।
জানা গেছে, কিশোরগঞ্জ জেলার কুরিয়ারচর উপজেলার পশ্চিম নামা পাড়া গ্রামের লোকমান হোসেনের মেয়ে জান্নাত।
