ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ০:০৬:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টেকনাফে বিলের পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৯ পিএম, ২৭ জুন ২০২৫ শুক্রবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কক্সবাজারের টেকনাফে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে প্রতিবেশী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড় লেচুয়াপ্রাং এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- একই এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর মেয়ে জান্নাত আরা (৮) এবং প্রতিবেশী জিয়াউর রহমানের ছেলে মোহাম্মদ ফারুক (১০)।

স্থানীয়দের বরাত দিয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘আজ দুপুরে অভিভাবকদের অগোচরে স্থানীয় একটি বিলে প্রতিবেশী কয়েকজন শিশু মিলে খেলাধূলা করছিল। এক পর্যায়ে বিলের গভীর পানিতে ডুবে যায় দুই শিশু। এসময় সেখানে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

এ ব্যাপারে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘খবরটি স্থানীয়দের কাছ থেকে শুনেছি। এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’