জাতির প্রতি আমার সেল্ফ কমিটমেন্ট রয়েছে: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩১ পিএম, ২৭ জুন ২০২৫ শুক্রবার
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়েছি, রাজপথে ভূমিকা রেখেছি। তাই দেশ ও জাতির প্রতি আমার সেল্ফ কমিটমেন্ট রয়েছে।
আজ শুক্রবার (২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুরে ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, যদি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হই, তাহলে সরাইল-আশুগঞ্জকে মনের মতো করে সাজাব। জনগণের প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করব।
দূর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি প্রার্থী আজিম রানার সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন ও এ.বি.এম. মোমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফরহানা বলেন, সরাইল-আশুগঞ্জের কাক্সিক্ষত উন্নয়ন চাইলে আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। আমার হাতকে শক্তিশালী করা মানে খালেদা জিয়া, তারেক জিয়া ও বিএনপির হাতকে শক্তিশালী করা।
