পার্বত্য চট্টগ্রামে দেখা মিলল চিতাবাঘের
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪৫ পিএম, ২৭ জুন ২০২৫ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনে চিতা বাঘের দেখা মিলেছে। বন্যপ্রাণী গবেষণাবিষয়ক সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির বসানো ক্যামেরায় ধরা পড়েছে ল্যাপার্ড বা চিতা বাঘের চলাফেরার ছবি। পার্বত্য চট্টগ্রামের একটি দুর্গম সংরক্ষিত বনে চিতা বাঘটির দেখা গেছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির কর্মকর্তারা।
গাঢ় সবুজ গাছপালার আড়ালে, শান্ত এক ফাঁকা জায়গায় নির্বিঘ্নে দাঁড়িয়ে আছে এক পূর্ণবয়স্ক চিতা বাঘ—সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনে ক্যামেরার ফাঁদে বন্দী হলো এমনই এক বিরল দৃশ্য!
বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) এই ছবি তুলেছে।
বুধবার (২৫ জুন) রাতে সিসিএ তাদের নিজস্ব ফেসবুক পেজে দিনের আলোয় তোলা চিতাবাঘের দুটি ছবি প্রকাশ করে।
ছবিতে দেখা যায়, বনভূমির ঘন সবুজ গাছপালার আড়ালে থেকে এক চিতা বাঘ বের হয়ে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে। যদিও ছবিতে বাঘটির লিঙ্গ শনাক্ত করা যায়নি।
তবে আগেও পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনে চিতা বাঘের দেখা মিলে বলে জানিয়েছেন সিসিএ-র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার।
তিনি বলেন, আমরা ১০ বছরের বেশি সময় ধরে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী নিয়ে পার্বত্য জেলাগুলোর সংরক্ষিত বনে কাজ করছি। আগেও এসব বনে বাঘ ছিল।
তিনি আরও বলেন, আমরা ২০১৫ সালেও চিতা বাঘ দেখেছি। আমাদের কাছে ছবিও ছিল। তবে ২০২৫ সালে পাওয়া ছবিটি পরিষ্কার এবং আকর্ষণীয়। আমরা আমাদের ফেসবুকে দেওয়ার পর ছবিটি ভাইরাল হয়েছে। দেশজুড়ে জানাজানি হয়েছে।
