ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১২:০০:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ হাজি 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৬ পিএম, ২৮ জুন ২০২৫ শনিবার

সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ হাজি 

সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ হাজি 

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৬ হাজার ৭৪৮ জন হাজি দেশে ফিরেছেন। ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন হাজি। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫১ হাজার ৭৪১ জন।

আজ শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।

হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরেছেন ২৪ হাজার ৯৭২ জন, সৌদি এয়ারলাইন্স ২৩ হাজার ও ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজি।

এ পর্যন্ত ১৪৯টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৬টি ও সৌদি এয়ারলাইন্স ৬০টি ফ্লাইট পরিচালনা করেছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।

এবারেরর হজ পালনের সময় ৪১ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান।

চলতি বছরের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। আর ফিরতি হজ ফ্লাইট গত ১০ জুন থেকে শুরু হয়েছে, যা আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।