২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণহানী ১, হাসপাতালে ৩৮৩
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২৯ জুন ২০২৫ রবিবার
প্রতীকী ছবি।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩২৩ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪২ জন, যাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন, যার মধ্যে পাঁচ হাজার ৮২৫ জন পুরুষ ও চার হাজার ৪২ জন নারী।
