অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা ও ছেলের প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:০১ পিএম, ২৯ জুন ২০২৫ রবিবার
প্রতীকী ছবি।
ফেনী শহরে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অটোরিকশা চালক।
শনিবার রাতে ফেনী শহরের গোডাউন কোয়ার্টার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের মিয়াজী বাড়ির ফাতেমাতুজ জোহরা (৬২) ও তার হাফিজুল ইসলাম (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাকে চিকিৎসক দেখানোর জন্য ফেনী শহরে যান হাফিজুল। চিকিৎসককে দেখিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তারা। তারা গোডাউন কোয়ার্টার রেলক্রসিং এলাকায় পৌঁছালে অটোরিকশাটি যানজটে আটকে পড়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় অটোরিকশাচালক এবং সিএনজিচালিত যানটিতে থাকা মা-ছেলে।
স্থানীয়রা তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার মাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশার চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের আরেক ছেলে রিয়াজুল ইসলাম বলেন, ‘মাকে ডাক্তার দেখিয়ে বড় ভাই ফেনী থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আকস্মিক এমন দুর্ঘটনায় পুরো পরিবার এলোমেলো হয়ে গেছে।’
নজরুল করিম নামে নিহতের এক স্বজন বলেন, ‘হাফিজুল আগে রাজধানীর একটি কলেজে শিক্ষকতা করতেন। পরবর্তী ফেনীতে এসে ব্যবসা শুরু করেন। অসুস্থ মাকে ডাক্তার দেখিয়ে ফেনী থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।’
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বলেন, ‘নিহত হাফিজুলের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নেওয়ার পর সেখানে তার মা মারা যান। আহত সিএনজিচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
