প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের গ্রেডের উন্নতি হচ্ছে
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৮ পিএম, ৫ জুলাই ২০২৫ শনিবার
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের গ্রেডের উন্নতি হচ্ছে
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১১তম থেকে ১০তম গ্রেডে উন্নতি করতে যাচ্ছে সরকার।
আজ শনিবার (৫ জুলাই) শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এনডিসি পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক্সপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রিট পিটিশন নম্বর-৩২১৪/২০১৮ এর বিপরীতে মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রায় বাস্তবায়নে সম্মতি প্রদান করে। অবশিষ্ট প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়কে কেন্দ্র করে কতিপয় স্বার্থান্বেষী মহল প্রধান শিক্ষকদের কাছ থেকে চাঁদাবাজি/আর্থিক সুবিধা গ্রহণ করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। বিষয়টি অনাকাঙ্খিত এবং ফৌজদারী অপরাধের শামিল। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে কোনরূপ আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং চাঁদাবাজি/আর্থিক সুবিধা গ্রহণকারীদের নিকটস্থ থানায় সোপার্দ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
