রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:৩১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৩:১৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
প্রতীকী ছবি
রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে। তার নাম আফিয়া সারিকা। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
রোববার বিকালে চৌধুরীপাড়া বি ব্লকের ৩৮৯/বি নম্বর বাসায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের ধারণা, প্রেম সংক্রান্ত কোনো কারণে সারিকা গলায় ফাঁস দিয়েছে।
জানা যায়, সারিকার বাবার নাম নুরুল আমিন। তাদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ভেজপাড়া গ্রামে। বাবা-মা ও তিন বোন মিলে তারা খিলগাঁওয়ের ওই বাসার পাঁচ তলায় ভাড়া থাকতেন।
সারিকার বাবা নুরুল আমিন জানান, সারিকা ঢাবির মার্কেটিং বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিকালে মেয়ে ও তিনি বাসায় ছিলেন। এ সময় পাশের রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন সারিকা। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে খিদমাহ হাসপাতালে পরে ঢামেকে নিয়ে এলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
