ঢাকা-না.গঞ্জের যেসব এলাকায় গ্যাস থাকবে না
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০১ পিএম, ৭ জুলাই ২০২৫ সোমবার
ফাইল ছবি।
গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ সোমবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ওইসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস।
এতে বলা হয়, ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে। এজন্য সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস না থাকা এলাকাগুলো হচ্ছে- টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদাল দোয়া, সানারপাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকা।
