রাজধানীর বাতাস সহনীয় আজ, তবে বায়ুমানে অবনতি
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫১ পিএম, ১১ জুলাই ২০২৫ শুক্রবার
ঢাকার বাতাস সহনীয়। ছবি: সংগৃহীত
গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে। টানা কয়েক দিন ধরেই রাজধানী শহরে বৃষ্টিপাত হচ্ছে। আর এই বৃষ্টিপাতের জন্যই ঢাকার বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে।
আজ শুক্রবার বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ৯টা ৩০মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৮৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক।
এদিকে বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে চিলির সান্তিয়াগো। শহরটির বায়ুমান ১৭৩, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো—উগান্ডার কাম্পালা, কঙ্গোর কিনশাসা, পাকিস্তানের লাহোর ও মিসরের কায়রো। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৬৬, ১৬৪, ১৬১ ও ১৫৯।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
