ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ০:৪৪:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অপ্রতিরোধ্য বাংলাদেশের মুখোমুখি হচ্ছে নেপাল

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ১৩ জুলাই ২০২৫ রবিবার

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

বাংলাদেশের ফুটবলের নবজাগরণে নারীরা দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে। ২০২৬ সালের এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করতে বাছাইপর্বে দাপুটে খেলা উপহার দিয়েছে ঋতুপর্ণা-মনিকারা। মিয়ানমার থেকে ইতিহাস গড়ে এসে দেশের মাটিতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে মাঠে নেমেই শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। অপ্রতিরোধ্য এই দল আজ মুখোমুখি হবে নেপালের।

আজ রোববার (১৩ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের দ্বিতীয় ম্যচে সন্ধ্যা ৭টায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের এবারের আসরে ভারত না থাকায় বাংলাদেশ-নেপাল লড়াই বেশ জমে উঠবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারায় বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করেন সাগরিকা খাতুন। এবার নেপালের বিপেক্ষে দাপুটে খেলা উপহার দিতে প্রস্তুত আফঈদা-সাগরিকারা।

টুর্নামেন্টটি শুরুর আগে প্রতিপক্ষ দলের কোচরা সংবাদ সম্মেলনে বাংলাদেশকে বেশ সমীহ করেছেন। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে তারা বাংলাদেশকে ফেভারিট হিসেবেই দেখছে। আফিঈদা খন্দকারের নেতৃত্বাধীন দল প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে প্রমাণ করেছে তারা কেন শিরোপার দাবিদার।