ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৪:৩০:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ১৪ জুলাই ২০২৫ সোমবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে আজ সোমবার (১৪ জুলাই) ভোরে। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৭। এই কম্পনের ফলে অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এবং জার্মানির ভূগবেষণা কেন্দ্র জিওফন জানায়, সোমবার স্থানীয় সময় ভোরে এই ভূমিকম্পটি অনুভূত হয়। শুরুতে জিওফন ভূমিকম্পটির মাত্রা ৭ হিসেবে উল্লেখ করলেও পরে তা সংশোধন করে ৬.৭ বলা হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মালুকু প্রদেশের টুয়াল শহর থেকে ১৬৭ কিলোমিটার দূরে সমুদ্রে, যার গভীরতা ছিল প্রায় ৬৫.৭ কিলোমিটার।

স্থানীয় সময় অনুযায়ী সকালের দিকে ভূকম্পনটি হয়, এবং তানিমবার দ্বীপপুঞ্জের বিস্তৃত অঞ্চলজুড়ে কম্পন অনুভূত হয়। শক্তিশালী কম্পনের ফলে লোকজন আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বের হয়ে আসে, তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জানিয়েছে—এটি বড় ধ্বংসযজ্ঞ ডেকে আনেনি।

এখনও পর্যন্ত কোনো প্রাণহানি, আহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ নামক ভূতাত্ত্বিক চক্রে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়শই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে।