আহতদের রক্ত দিতে পারেন যেসব হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:২৫ পিএম, ২১ জুলাই ২০২৫ সোমবার
ছবি: সংগ্রহিত।
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে। আহতদের চিজকিৎসায় হাসপাতালগুলো প্রচুর রক্তের প্রয়োজন দেখা দিয়েছে। সাধারণ জনগণকে রক্তদানে আহবান জানানো হচ্ছে।
আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয়। বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের চলমান শ্রেণি কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকরা তীব্র আতঙ্কে পড়ে যান।
ইতিমধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি। আহতদের তারা নিচ্ছেন আশেপাশের বিভিন্ন হাসপাতালে। প্রয়োজনীয়তা দেখা দিয়েছে প্রচুর পরিমাণ রক্তের।
যারা ভয়াবহ এই দুর্ঘটনায় আহতদের প্রণ বাঁচাতে রক্ত দিতে ইচ্ছুক তারা চলে যেতে পরেন এই হাসপাতালগুলোতে। হাসপাতালগুলো হলো:
১. জাতীয় বার্ন ইনস্টিটিউট।
২. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট।
৩. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
৪. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল।
৫. কুয়েত মৈত্রী হাসপাতাল।
৬. উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।
৭. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল।
৮. উত্তরা বাংলাদেশ মেডিকেল।
৯. ক্রিসেন্ট হাসপাতাল
